Reported By : Masud Rana
৪ ঠা নভেম্বর, শুক্রবার বিকেলে মুর্শিদাবাদের ডোমকলের সারাংপুর খাসপাড়া এলাকায় জমিতে ঘর করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মারামারিতে জখম হল দুই ভাই। আহতদের নাম কামালুদ্দিন সেখ (৬৫) এবং জামালউদ্দিন সেখ (৭০)। ওই ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে। জানা যায়, নিজের জমিতে ঘর তৈরির কাজ করছিল কামালুদ্দিন মন্ডল আর তখনই আরেক ভাই জামালুদ্দিন সেখ এসে ওই কাজ বাধা দেয়। তার অভিযোগ, জমির সীমানাতেই ঘর করছে কামালুদ্দিন। এরপরেই দুই ভাইয়ের মধ্যে বাঁধে বাকবিতন্ডা। পরে লোহার রড দিয়ে পরষ্পর পরষ্পরকে আঘাত করে। আর এই ঘটনায় দুই ভাই-ই রক্তাক্ত হয়ে পড়লে তড়িঘড়ি তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।