Skip to content
৭০,৮০ ও ৯০ দশকের খেলোয়াড়রা ফুটবল নিয়ে দাপালো রানীনগর মাঠে

৭০,৮০ ও ৯০ দশকের খেলোয়াড়রা ফুটবল নিয়ে দাপালো রানীনগর মাঠে

Reported By : Masud Rana
২৬ শে নভেম্বর, রবিবার, ৭০,৮০ ও ৯০ দশকের খেলোয়াড় দের ফুটবল নিয়ে দাপাতে দেখা গেল রানীনগর মাঠে। রানীনগর ওয়ান ইউনিট ক্লাব এর পরিচালনায় একতা কাপে'র ফাইনাল খেলা আজ রবিবার, ফাইনাল খেলার পূর্বে রানীনগর এলাকায় যতো প্রবীণ ৭০,৮০ ও ৯০ দশকের ফুটবলার ছিলেন তাদের নিয়ে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে রানীনগরের বিভিন্ন বয়সের পুরনো ফুটবলারদের কয়ক দশক পর ফের মাঠে বল নিয়ে দাপাতে দেখা গেল আজ। ফুটবল প্রেমী অর্থাৎ খেলোয়াড় দের বয়স হয়ে গেলেও খেলার প্রতি এবং খেলা দেখার প্রতি চাহিদা রয়ে যায়, সেটাই দেখালো রানীনগর মাঠে রাণীনগরের বয়স্ক অর্থাৎ প্রাক্তন খেলোয়াড়রা। বিশেষ করে বয়স্কদের ফুটবল খেলা দেখার কারণেই মাঠ ভরে গিয়েছিল দর্শকদের।আর এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল চরম পর্যায়ে।

Leave a Reply

error: Content is protected !!