শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন – G Tv { Go Fast Go Together)
শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন

শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন

Reported By:- তুষার কান্তি খাঁ


১৫ ই অক্টোবর, শনিবার, আলিপুরদুয়ারে অনুষ্ঠিত হয় শতবর্ষে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্য শাখার ২৩ তম রাজ্য অধিবেশন। জানা যায়, এবছর ৩৮টি শাখা থেকে প্রায় ৫০০ জন প্রতিনিধি এসেছেন। উক্ত অনুষ্ঠানস্থলের নামকরণ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা অতুলপ্রসাদ সেন এর নামে (রবীন্দ্র ভবন)। বলাবাহুল্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই ১৯২২সালে পথ চলা শুরু হয়েছিল এই সংগঠনটির।
প্রভাতফেরীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের প্রতিনিধিরা। জেলা পরিষদ থেকে প্রভাতফেরী শুরু হয়ে শেষ হয় রবীন্দ্রভবনে। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সভাপতি তথা মাননীয় সাংসদ প্রদীপ ভট্টাচার্য্য। আর সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি দেবাশীষ গোস্বামী। নৃত্য,গান, লোকগান,আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ ও আলোচনায় তিন দিনব্যাপী অনুষ্ঠানে মঞ্চ মুখরিত হয়ে ওঠে।

Leave a Reply

Translate »