Skip to content
গাড়ির চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই দুবরাজপুরে

গাড়ির চালককে মারধর করে টাকা ও মোবাইল ছিনতাই দুবরাজপুরে

 

দুবরাজপুর নতুন বাসস্ট্যান্ডে গতকাল রাত্রে দুইজন দুষ্কৃতী অস্ত্র নিয়ে ট্রাকের চালককে মারধর করে এবং তাঁর কাছে তিন হাজার টাকা এবং একটি মোবাইল নিয়ে চম্পট দেয়। খবরটি জানাজানি হতেই এলাকাবাসীরা ছুটে আসেন। তারপর খবর দেওয়া দুবরাজপুর থানার পুলিশকে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে ঐ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়ির চালক অভিজিত দাস জানান, আমার বাড়ি হলদিয়া। আমার খালাসির বাড়ি এখানে। সে বাড়ি গিয়েছিল এবং আমি গাড়িতেই ঘুমিয়ে ছিলাম। কিন্তু দুজন দুষ্কৃতী এসে আমাকে মারধর শুরু করে। এমনকী তাঁরা আমার শরীর চুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমি প্রাণ বাঁচাতে অন্য একটি ঘরে ঢুকে পড়ি। তারপর পাড়ার লোকজন আসে তখন দুষ্কৃতীরা পালিয়ে যায়। অন্যদিকে পাড়ারই বাসিন্দা সেখ মাসুম জানান, যে দুইজন দুষ্কৃতী এই কাজ করেছে তারা অসামাজিক কাজে যুক্ত থাকে। এর আগেও তারা এরকম কাজ করেছে। তাদের উপযুক্ত শাস্তি হোক এটাই আমরা চাইছি।

Leave a Reply

error: Content is protected !!