Reported By : News Desk
বর্তমানে নোরা ফতেহি (Nora Fatehi) খবরের শিরোনাম দখল করে রয়েছেন। আন্তর্জাতিক ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর ডান্স পারফরম্যান্স সকলকে তাক লাগিয়ে দিয়েছিল। তাঁর জীবনে আইনি জটিলতা সত্ত্বেও কেরিয়ারে তার প্রভাব পড়তে দেননি নোরা। সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। সম্প্রতি তাঁর কয়েকটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিগুলি একদমই অন্য ধাঁচের। নোরার গড়পড়তা ছবির থেকে অনেকটাই আলাদা। কানাডার মেয়ে নোরার চুলের রঙ কালো। কিন্তু এই ছবিগুলির মূল আকর্ষণ নোরার সোনালি চুল যেটি প্রকৃত নয়, শুধুমাত্র একটি উইগ। মাথার লম্বা সোনালি চুলের উইগ নোরার মুখের দুই পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তাঁর পরনে রয়েছে বেজ রঙের জাম্পস্যুট।