নেটিজেনদের একাংশের মতে, এই পোশাক পরে হাঁটতে গিয়ে নির্ঘাত উল্টে পড়বেন মালাইকা। তবে মালাইকার অনুরাগীদের যথেষ্ট পছন্দ হয়েছে ভিডিওটি। ডিজনি প্লাস হটস্টার ওটিটিতে গত 5 ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘মুভিং ইন উইথ মালাইকা’। মালাইকার পরিবার, তাঁর বন্ধু ও ছেলে আরহান খান (Arhan Khan)-এর সাথে তাঁর সম্পর্কের সমীকরণ ধরা পড়েছে এই শোয়ে।
‘মুভিং ইন উইথ মালাইকা’-র মাধ্যমে ট্রোলারদের সমালোচনার জবাব দিয়ে মালাইকা বলেছেন, তিনি জীবনে এগিয়ে গিয়েছেন, তাঁর প্রাক্তন এগিয়ে গিয়েছেন। তাহলে ট্রোলাররা এগোতে পারছেন না কেন?