২১ শে জানুয়ারি, শনিবার, মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার বিনোদিয়া গ্রামের মাঠের মধ্যে একটি লরির সঙ্গে মোটর বাইকের ধাক্কা লাগে। বাইক নিয়ে টুটুল শেখ লরির নিচে পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে মৃত্যু হয় টুটুল শেখের। এরপর ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার পুলিশ এবং বডিটাকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ট্রাকটি ইট নিয়ে কান্দি থেকে সালারের দিকে যাচ্ছিল। আর মোটরসাইকেলটি সালার থেকে ভরতপুরের দিকে যাচ্ছিল। আর উভয়ের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর সূত্রে জানা যায়, টুটুল শেখের বাড়ি ভরতপুর থানার তাল গ্রামে। সে সালার থানার রায়গ্রামে একটি বিয়ে বাড়িতে আসে। এরপর আজ সকালে রায়গ্রাম থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।