Skip to content
ফাঁকা বাড়িতে টাকা ও সোনার গহনা চুরি করে পালালো দুষ্কৃতীরা

ফাঁকা বাড়িতে টাকা ও সোনার গহনা চুরি করে পালালো দুষ্কৃতীরা

বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রাচীর টপকে বাড়ীর তালা ভেঙ্গে দুষ্কৃতীরা নগদ টাকা সহ
সোনার গহনা চুরি করে নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে। বাড়ির মালিক সেখ রাজু জানান, গতকাল সন্ধ্যার সময় আমি জরুরি কাজে থানা গিয়েছিলাম। আর আমার স্ত্রী কিছুক্ষণের জন্য তাঁর দাদার বাড়ি গিয়েছিল। সেই সময় দুষ্কৃতীরা সুযোগ বুঝে প্রাচীর টপকে বাড়ীর তালা ভেঙ্গে সমস্ত জিনিষ ওলট পালট করে দেয় এবং নগদ ১১২০০ টাকা এবং চার আনা সোনার গহনা চুরি করে পালিয়ে যায়। আমি বাড়িতে এসে দেখি এই ঘটনা ঘটেছে। তারপর দুবরাজপুর থানার পুলিশকে বিষয়টি জানাই। দুবরাজপুর থানার পুলিশ এসে পুরো বাড়ি খতিয়ে দেখে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!