Reported By : News Desk
২৯ শে জানুয়ারি, রবিবার, কটকের বিশিষ্ট সঙ্গীত শিল্পী জয়িতা বল চ্যাটার্জী এবার গান গাইছেন আদিত্য দাসের পরিচালনায় ইতি ভালো থেকো- তে। বাণিজ্যিক এই ফিল্মটির গানগুলো কম্পোজ করেছেন টলিউডের বিশিষ্ট মিউজিক ডিরেক্টর প্রতীক কর্মকার। প্রসঙ্গত উল্লেখযোগ্য জয়িতা বল চ্যাটার্জী ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল সহ একাধিক ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট সিঙ্গার এওয়ার্ড পেয়েছেন। নির্মাল্য বিশ্বাসের কথা ও সুরে 'মনতারা' এলবামে গান গাওয়ার জন্য পেয়েছেন 'তারা নিউজ' সম্মাননা। গেয়েছেন দূরদর্শনের বিভিন্ন চ্যানেলে এবং কাজ করেছেন ত্রিপুরা বেতারেও। ইতি ভালো থেকো গান রেকর্ডিং-এ উপস্থিত ছিলেন জয়িতা বল চ্যাটার্জী, প্রতীক কর্মকার, আদিত্য দাস। ঋতুপর্ণ ঘোষের চিত্রাঙ্গদার পর আবারও এক রূপান্তরকামীদের জীবনী ফুটিয়ে তুলতে ওম স্বস্তি ফিল্মসের প্রযোজনায় খুব শীঘ্রই ফিল্মটির কাজ শুরু হবে। দুটি ছেলের মধ্যে তৈরি হওয়া সম্পর্ক কিন্তু তৃতীয় ব্যক্তির আগমনে সম্পর্কে নতুন মোড় নেবার কাহিনী ইতি ভালো থেকো। পরিচালক ও অভিনেতা আদিত্য দাস ভিন্নধর্মী রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করছেন। বাংলা চলচ্চিত্রের বহু পরিচিত অভিনেতা এই ফিল্মে অভিনয় করছেন। পরিচালক জানালেন দেশী-বিদেশী চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার পর ফিল্মটি মুক্তি পাবে।