এই ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘এই দিনটি ভালো কাটুক’, যা দর্শকদের জন্য একটি পজিটিভ বার্তা দিয়েছেন তিনি। আর এই ছবি দেখেই মুগ্ধ নেটিজেনরা। অবশ্য বরাবরের জন্যই কোয়েল মল্লিক সকলের কাছে প্রিয় অভিনেত্রী হিসেবে গণ্য হয়ে থাকেন, যার দুষ্টু মিষ্টি হাসি এবং অভিনয় দক্ষতা দিয়ে মন কেড়েছেন আপামর বাঙালির। এই ছবির কমেন্ট বক্সেও ভালোবাসা ও মুগ্ধতার জোয়ার ভেসে এসেছে অনুরাগীদের তরফে। কেউ লিখেছেন, ‘মুগ্ধ হলাম’। আবার অনেকেই অনেক প্রশংসাজনক কথা লিখেছেন।
সবরকম চরিত্রে সাবলীল অভিনয় করেন অভিনেত্রী। তবে শুধু অভিনয় নয়, বাস্তব জীবনেও কোয়েল পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন। সকল উৎসবেই তিনি হাজির হন পরিবারের কাছে। দুর্গাপূজায় যেমন শাড়ি পরে বাঙালিয়ানায় ভেসে যান অভিনেত্রী, তেমনই গুরুপূর্ণিমায় গুরুদোয়ারায় গিয়ে প্রার্থনা করেন তিনি। এককথায় পরিবারের খুব কাছাকাছি থাকেন অভিনেত্রী।