“অর্পিতা সরকার” ফিনফিনে শাড়িতে অনুরাগীদের ঘাম ঝরালেন !

“অর্পিতা সরকার” ফিনফিনে শাড়িতে অনুরাগীদের ঘাম ঝরালেন !

বাংলা টেলিভিশনের পর্দায় একসময়ের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ছিল ‘মন ফাগুন’। ধারাবাহিকটি চলাকালীন টিআরপি তালিকার শীর্ষস্থানে ছিল অর্পিতার যাতায়াত। কিন্তু গত বছর আচমকা বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।

তবে তার রেশ এখনো বিদ্যমান দর্শকদের মনে। এই ধারাবাহিকে যেমন নজরকাড়া ছিল অভিনেত্রী সৃজলা গুহর (Srijala Guha) অভিনয়, তেমনই আরেক সুন্দরী অভিনেত্রীও ‘তানি’র চরিত্রে নজর কাড়তেন। তিনি হলেন অর্পিতা সরকার (Arpita Sarkar)।

নামে তেমন বিখ্যাত না হলেও, সৌন্দর্যে সবাই তাকে একদৃষ্টিতে চেনেন। তাই ধারাবাহিক শেষ হলেও এখনো তিনি থাকেন ভক্তদের মনের বৈকুণ্ঠে।

সম্প্রতি, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন এই সুন্দরী অভিনেত্রী। আর এই ছবিতে চুঁইয়ে পড়েছে তার যৌবন। ছবি দেখেই ঘাম ঝরেছে অনুরাগীদের। যদিও কোনো পাশ্চাত্য পোশাক বা বিকিনিতে নয়, ট্র্যাডিশনাল শাড়িতেই দেখা গেছে অভিনেত্রীকে। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে একটি ঝলমলে গর্জাস ফিনফিনে পাতলা কালো রংয়ের শাড়ি পরে আছেন অভিনেত্রী। সঙ্গে ঝলমলে স্লিভলেস ব্লাউজ। আর ব্লাউজের ফাঁকে মাঝে মাঝেই উঁকি দিয়েছে তার সুস্পষ্ট বক্ষবিভাজিকা। মুখে মানানসই ভারী মেকআপ, ঠোঁটে লাল রংয়ের বোল্ড লিপস্টিক। পরিপাটি করে বাঁধা রয়েছে চুল। নানারকম পোজে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।

Leave a Reply

error: Content is protected !!