অনুষ্ঠান ডালিতে আছে বাউল, পুতুল নাচ, ভাটিয়ালি গান,কালিকা পাতাড়ি নৃত্য,যাত্রা।
৩ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজী, বিধায়ক সায়নী ঘোষ, হাওড়া জেলা পরিষদ এর সভাপতি কাবেরী দাস, হাওড়া জেলা পরিষদ এর সহ সভাপতি অজয় ভট্টাচার্য, আমতা ১ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আদৃতা সমাদ্দার, আমতা ১ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা অচ্চিতা বসু মান্না, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস, হাওড়া জেলা পরিষদ এর সদস্য বিমল দাস, উলুবেড়িয়া মহকুমা শাসক শমীক ঘোষ আমতা থানা অফিসার ইনচার্জ অজয় সিং সহ প্রমুখ প্রশাসনিক আধিকারিকবৃন্দ।