Reported By : Masud Rana
৪ ঠা ফেব্রুয়ারি, শনিবার, জলঙ্গিতে পঞ্চায়েত নির্বাচকে সামনে রেখে ও দলের সাংগঠনিক শক্তি মজবুত করতে সাংগঠনিক সভা করলো তৃণমূল কংগ্রেস। যুব তৃণমূলের জলঙ্গি ব্লক কমিটির উদ্যোগে ওই সভা হয়। উক্ত সভা অনুষ্ঠিত হয় জোরতলায় পথেরসাথী প্রাঙ্গনে। উক্ত সভায় উপস্থিত ছিলেন যুব তৃনমূলের বহরমপুর মুর্শিদাবাদ সাগঠনিক সদস্যবৃন্দ।