এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নতুন দুটি রুটে চালু হল বাস পরিষেবা

এলাকার মানুষের প্রত্যাশা পূরণে নতুন দুটি রুটে চালু হল বাস পরিষেবা

Reported By : অভিজিৎ হাজরা
১৬ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, উদয়নারায়ণপুরবাসীর পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধান সভার বিধায়ক সমীর কুমার পাঁজা।কোভিড থেকে আমফান,বন্যা নিয়ন্ত্রণ থেকে খাদ্য -স্বাস্থ্য-পানীয় জল সহ প্রতিটি ক্ষেত্রেই সমস্যা সমাধানে তিনি অগ্রগণ্য। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে মর্যাদা দিয়ে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ও আরো ও গতি আনতে উদয়নারায়ণপুর বিধান সভার বিধায়ক সমীর কুমার পাঁজার উদ্যোগে গড়ভবানীপুর বাঁশতলা থেকে হাওড়া স্টেশন এবং গড়ভবানীপুর বাঁশতলা থেকে তারকেশ্বর রুট গামী বাস চলাচল শুরু হল।

যাত্রী সাধারণের কথা মাথায় রেখে নতুন দুটি বাস চলাচলের শুভ উদ্বোধন করেন উদয়নারায়ণপুর বিধান সভার বিধায়ক সমীর কুমার পাঁজা।মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার শীট, উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রশাসন সূত্রে জানা যায়, গড়ভবানীপুর বাঁশতলা থেকে হাওড়া রুটে ১৪ টি বাস এবং গড়ভবানীপুর বাঁশতলা থেকে তারকেশ্বর রুটে ১০ টি বাস চলাচল করবে। বিধায়ক সমীর কুমার পাঁজা বলেন, ' আগামী দিনে উদয়নারায়ণপুর থেকে কামারপুকুর জয়রামবাটি হয়ে তারাপীঠ এবং উদয়নারায়ণপুর থেকে দীঘা বাস চালানোর পরিকল্পনা রয়েছে ' । প্রসঙ্গত কিছু দিন আগে পাঁচলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান মঞ্চ থেকে উদয়নারায়ণপুরের এক বাস মালিকের হাতে নতুন রুটের পারমিট তুলে দিয়েছিলেন।

Leave a Reply

error: Content is protected !!