Reported By : অভিজিৎ হাজরা
১৬ ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, উদয়নারায়ণপুরবাসীর পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ গ্ৰামীণ হাওড়া জেলার উদয়নারায়ণপুর বিধান সভার বিধায়ক সমীর কুমার পাঁজা।কোভিড থেকে আমফান,বন্যা নিয়ন্ত্রণ থেকে খাদ্য -স্বাস্থ্য-পানীয় জল সহ প্রতিটি ক্ষেত্রেই সমস্যা সমাধানে তিনি অগ্রগণ্য। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশাকে মর্যাদা দিয়ে পরিবহন ব্যবস্থার ক্ষেত্রে ও আরো ও গতি আনতে উদয়নারায়ণপুর বিধান সভার বিধায়ক সমীর কুমার পাঁজার উদ্যোগে গড়ভবানীপুর বাঁশতলা থেকে হাওড়া স্টেশন এবং গড়ভবানীপুর বাঁশতলা থেকে তারকেশ্বর রুট গামী বাস চলাচল শুরু হল।