Skip to content
রং পেন্সিল

রং পেন্সিল

Reported By:- News Desk

মির ইন্টারটেনমেন্ট প্রোডাকশন নিবেদিত ও মিসেস সেলিনা প্রযোজিত সম্প্রতি মুক্তি পেতে চলেছে বাংলা ছবি রং পেন্সিল | নবাগত মীর ও মধুশ্রী কে নিয়ে তরুণ পরিচালক সুনির্মল তৈরি করেছেন পূর্ণদৈর্ঘ্যের বাংলা ছবি রং পেন্সিল, বাংলার নতুন বছরে মুক্তি পাবে সারা বাংলার প্রেক্ষাগৃহে, দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে চলছে জোর কদমে ডাবিং এর কাজ, হিমাংশু খায়ের কাহিনী নিয়ে চিত্রনাট্য লিখেছেন প্রসেন, ছবিটা অভিনয় করেছেন মেঘনা হালদার, বিপ্লব চ্যাটার্জী ,সুদীপ মুখার্জি, অরুণ ব্যানার্জি ,সঞ্জীব সরকার ,সান্তনা বসু ,ও বহু অভিনেতা অভিনেত্রী। মীর ইন্টারটেইনমেন্টের প্রথম জার্নি এই ছবির মাধ্যমে শুরু হল যা আগামী দিনে আরো ভালো ভালো বাংলা ছবি আপনাদের উপহার দেবে বলাই বাহুল্য, পরিচালক সুনির্মলের প্রথম কাজ হলেও তিনি তার বেস্ট দেওয়ার চেষ্টা করেছেন এই ছবিতে, গীতিকার তন্ময় দাশগুপ্তের গীত রচনায় এই ছবির সমস্ত গানের সুর দিয়েছেন সুরকার নবারুণ দাশগুপ্ত. এই ছবিতে সমস্ত গানে কন্ঠ দান করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী আকাশ সেন, অভিক মুখার্জি, সৌরভ ধর ও কবিতা মুখার্জি,শুটিং হয়েছে মেদিনীপুর হাওড়া ও কলকাতার বিভিন্ন সুন্দর পরিবেশে, রং পেন্সিল আগামী দিনে দর্শকদের মন জয় করবে এমনটাই আশাবাদী পরিচালক সুনির্মলের,

Leave a Reply

error: Content is protected !!