বহরমপুর জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী – G Tv { Go Fast Go Together)
বহরমপুর জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী

বহরমপুর জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী

Reported By:-  Masud Rana

আজ বহরমপুর জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে লোকসভার বিরোধী দলনেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী বিশ্বভারতীতে বসন্ত উৎসব বন্ধ হওয়ার ব্যাপারে তিনি বলেন খুবই অন্যায় হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথের স্বপ্নের এই বিশ্বভারতীতে তার খোলা মেলা বাতাবরণ তার সম্প্রীতি ভাতৃত্ব মৈত্রী আনন্দ উচ্ছাস উদ্দীপনা সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আজ আমাবস্যা বিশ্বভারতী কে গ্রাস করছে সংস্কৃতির আমাবস্যায় বিশ্বভারতী আজ আচ্ছন্ন। অধীর রঞ্জন চৌধুরী এই বাংলা সম্বন্ধে বলেন এটা প্রতারণার রাজ্য এই বাংলায় চুরি জোচ্চুরি ঠকবাজ প্রতারণার কোন অভাব নাই। কারণ তারা মনে করে এই বাংলা হচ্ছে যত দুর্নীতি জোচ্চুরি প্রতারণার আদর্শ জাগা, এখানে কোনরকম ভয়ের কারণ নাই। তিনি বলেন এই বাংলায় অপরাধ করা অন্যায় করা অনৈতিক কাজ করা দুর্নীতি করার জন্য এইটা হচ্ছে স্বর্গরাজ্য। গ্যাসের দাম বাড়ানো সম্বন্ধে অধীর রঞ্জন চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন এর আগেও ভোটের পর দাম বাড়িয়েছে, এটা তো প্রথম নয়, এটাই বিজেপির ভোট ট্যাকটিস। তিনি বলেন মানুষকে লুটে নিচ্ছে আমাদের তো বলার কিছু নাই। কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষ জুড়ে মানুষের জীবন জীবিকা লুট করছে। অধীর বলেন এই জমানায় ২২ কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে। তেল গ্যাস, সার সমস্ত কিছুর দাম বেড়ে চলেছে ফলে মানুষের বাজারে খরিদ করার খরচ বেড়ে চলেছে বললেন অধীর। তিনি বলেন মানুষের পকেটে পয়সা নাই খরচ করার ক্ষমতা নাই কিন্তু দিনের পর দিন জিনিসপত্রের দাম আগুন হয়ে যাচ্ছে। সারা ভারত বর্ষ জুড়ে চলছে আর্থিক মুদ্রাস্ফীতি। অধীর বলেন রুটি নাই রুজি নাই গত ৪৫ বছরে সবচেয়ে বেশি বেকার সমস্যা আজকের ভারতবর্ষে। তিনি বলেন কাজ করার যোগ্য যেসব প্রার্থী তার অর্ধাংশেরও বেশি লোকের কাজ নেই। সরকারের ভাড়ার পূর্ণ করতে সাধারণ মানুষকে বলিতে চরাচ্ছে এই সরকার। অথচ বিশ্বের বাজারে রাশিয়ার সঙ্গে এই সরকার সস্তায় তেল খরিত করছে। তিনি বলেন বিশ্বের বাজারে তেলের দাম বাড়ছে না তার চেয়ে বড় কথা এই সরকার রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল খরিত করে সেই তেল রিফাইন করে আবার বিদেশে পাঠাচ্ছে লাভ করছে শুধু সস্তায় কিনছে তা নয় সেই তেল বিক্রি করে লাভ করছে কিন্তু ভারতবর্ষের মানুষকে কোনরকম সুযোগ দেয়া হচ্ছে না তিনি বলেন এটা কত বড় অন্যায়, কত বড় আর্থিক শোষণ ভারতবর্ষের মানুষ তা বোঝার চেষ্টা করুন।

Leave a Reply

Translate »
Call Now Button