Skip to content
মুক্তি পেল বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম  বেমানান-এর পোস্টার

মুক্তি পেল বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম বেমানান-এর পোস্টার

Reported by News desk

কোলকাতা (২১ মার্চ ২৩):- আগামী ২৩ মার্চ জি মিউজিক কোম্পানী থেকে মুক্তি পাচ্ছে গীতিকার সুমিত দত্ত-র কথায় ও সুরে, সৌগত সেনগুপ্ত- কণ্ঠে, দেবাশীষ সরকার এবং সুভ্র সরকারের সঙ্গীতায়োজনে 'বেমানান' নামাঙ্কিত নতুন বাংলা মিউজিক ভিডিও অ্যালবাম। আজ কোলকাতা প্রেস ক্লাবে সঙ্গীত পরিচালক সুমন চ্যাটার্জি সহ একঝাঁক বক্তিবর্গের উপস্থিতিতে উন্মোচিত হল 'বেমানান'-এর পোস্টার। "একই শ্রেণীতে পড়া অসম বয়সী দুই ছেলেমেয়ের মানসিক প্রেমের কাহিনী অবলম্বনে এই গানের সূত্রপাত" বলে জানিয়েছেন এই মিউজিক ভিডিও অ্যালবামের গীতিকার।

বাংলা সঙ্গীত জগতে উদিয়মান ছেলেমেয়েরা এই মুহুর্তে বেশ জমিয়ে কাজ করছেন। পোস্টার উন্মোচনের পর এই মিউজিক ভিডিও অ্যালবামের গীতিকার ও সুরকার জানিয়েছেন, "আগামী দিনে এই ধরণের আরো বেশ কিছু কাজ দেখতে পাবেন বাংলার জনগণ।" পোস্টার উন্মোচনের মুহূর্তকালে আসন্ন মুক্তি প্রাপ্ত গানের দুই কলি নিজের কণ্ঠে গেয়ে শোনান গায়ক সৌগত সেনগুপ্ত।

Leave a Reply

error: Content is protected !!