Reported By : Binay Roy
২৮ শে মার্চ , মঙ্গলবার , বহরমপুর থানার সুতির মাঠ এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওই মৃত ব্যক্তির নাম কেশব চন্দ্র দে ওরফে বাপী (৪৮)। মঙ্গলবার সকালে এলাকায় ড্রেন পরিষ্কার করতে এসে সুইপাররা দেখে ড্রেনের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। স্থানীয় লোকজন এসে মৃত ব্যক্তিকে শনাক্ত করে। স্থানীয় সূত্রে খবর , গত ২২ শে মার্চ থেকে নিখোঁজ ছিল কেশব। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, কেশব দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তাঘাটে ঘুরে বেড়াতো। কালভেটে গাডওয়াল না থাকার জন্যই সে ড্রেনের মধ্যে পড়ে যাই এবং তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।