“কাজল” ৪৮ বছর বয়সে মা হতে চলেছেন !

Reported By:- Subham Roy

ইদানিং কাজল (Kajol) -এর কন্যা নায়শা দেবগণ (Nysa Devgan) পাপারাৎজিদের নজরে থাকলেও তাঁর মা কাজল কিন্তু বরাবরের বিখ্যাত। কাজলের প্রায় প্রতিটি মুহূর্ত পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়। কিন্তু ইদানিং কয়েকটি অদ্ভুত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে কাজলের বেবিবাম্প পরিলক্ষিত হচ্ছে। এরপরেই নেটিজেনদের একাংশ মনে করতে থাকেন, তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন কাজল।

ভাইরাল হওয়া ছবিগুলির মধ্যে কয়েকটিতে কাজলের পরনে রয়েছে লাল রঙের শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর বেবিবাম্প। কখনও বেবিবাম্পে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন কাজল। অপর কয়েকটি ছবিতে কাজলের পরনে রয়েছে হাই থাই স্লিটেড গাউন। সেখানেও বোঝা যাচ্ছে তাঁর বেবিবাম্প। এরপরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, আটচল্লিশ বছর বয়সে তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন কাজল। কিন্তু পরে জানা গিয়েছে, কাজলের ছবিগুলি নিপুণ হাতে সুপার ইম্পোজ করা হয়েছে। ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে কাজলের বেবিবাম্প। কাজল বা অজয় দেবগণ (Ajay Devgan) এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। কারণ এর আগেও ঘটেছে এই ধরনের ঘটনা।

Leave a Reply

error: Content is protected !!