বলিউডের নামী সঙ্গীত পরিচালক ও গায়ক হওয়ার পাশাপাশি অরিজিৎ সিং (Arijit Singh) মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মানুষের জন্য সমাজসেবামূলক কাজের উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যেই সেখানে স্থানীয় ছেলেমেয়েদের জন্য স্পোকেন ইংলিশ শেখানোর ব্যবস্থা করেছেন অরিজিৎ। এছাড়াও করোনাকালে স্থানীয় হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটরের ব্যবস্থা করেছিলেন তিনি। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে অরিজিৎ জঙ্গিপুরে একটি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল তৈরির কথা বলেন। এটি তিনি নিজের খরচে গঠন করতে চান। তাঁর এই অনুরোধে মমতা সীলমোহর দিয়েছিলেন জানুয়ারি মাসেই। এবার অরিজিৎ-এর স্বপ্নের হাসপাতাল তৈরি করতে রাজ্য ও মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে একযোগে সব ধরনের সহযোগিতার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।
এদিন প্রশাসনিক বৈঠক চলাকালীন মমতা বলেন, অরিজিৎ নিজের গ্রামাঞ্চলের জন্য একটি হাসপাতাল তৈরি করতে চান। মমতা নিজের উদ্যোগে অরিজিৎ-এর সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসনকে দিয়েছেন। তিনি জানালেন, অরিজিৎ জিয়াগঞ্জের বাসিন্দা হলেও জঙ্গিপুরে হাসপাতাল তৈরি করতে চান তিনি। প্রশাসনকে তাঁর সাথে প্রয়োজনীয় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন মমতা।