পদ্মা নদীতে প্রতিমার কাঠামো তুলতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির – G Tv { Go Fast Go Together)
পদ্মা নদীতে প্রতিমার কাঠামো তুলতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

পদ্মা নদীতে প্রতিমার কাঠামো তুলতে নেমে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির

Reported By:- Masud Rana

মুর্শিদাবাদের রানীনগর থানার ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী বামনাবাদ পদ্মা নদীতে। জানা যায়,কিসু সেখ বয়স ৭২ বছর ওই ব্যক্তি অন্য এক জনের দিন মজুরের প্রতিমা তোলার কাজে গিয়েছিল। সে বামনাবাদ পদ্মা নদীতে পুজোর কাঠামো তুলতে নেমেছিল। তার সঙ্গে একজন নদীর ওপরে ছিল। নদী থেকে প্রতিমা তোলার চেষ্টা করছিল। জলে ডুব দিয়ে দেখে নিচ্ছিল কাঠামো কাঁদার মধ্যে পুঁতে আছে না জলে ভেসে আছে। সেই সময় জলে ডুব দিয়ে আর ওপরে উঠতে পারেনি। তখনই সঙ্গে থাকা ব্যক্তির সন্দেহ হয়। তখন চিৎকার চেঁচামেচি শুরু করলে মাঠে কাজ করা এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর তার নিথর দেহ উদ্ধার হয়। ওই ব্যক্তির বাড়ি সাগরপাড়া থানার নবীনগ্রাম এলাকায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর খবর তার বাড়িতে পৌছাতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন। ঘটনার কথা শুনে সীমান্তবর্তী এলাকার মানুষজন নদীর ধারে ভিড় জমান। ঘটনাস্থলে পৌছায় রানীনগর থানার পুলিশ প্রসাশন। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভাবের তাড়নায় দিন মজুরের কাজে গিয়েছিল। আগে ইট ভাটায় কাজ করতো কিসু সেখ। তারপর সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কাঠামো তোলার কাজ করতে গিয়েছিল সে। তার বাড়িতে স্ত্রী,ছোট,ছেলে,মেয়ে রয়েছে। এখন কিভাবে সংসার চলবে তা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। নদীতে নেমে এমন মর্মান্তিক মৃত্যু হবে কেও কল্পনাও করতে পারেনি। এখন স্থানীয় বাসিন্দারা চাইছেন একজন গরীব মানুষ এভাবে মারা গেল। তার পরিবারের কথা ভেবে সরকারিভাবে তাকে কিছুটা সহযোগিতা করা হোক।

Leave a Reply

Translate »
Call Now Button