এলাকার প্রায় পঞ্চাশ জন চক্ষু পরীক্ষা শিবিরে অংশনেন। বাগনান তৃপ্তি অপটিকাল এর ডাঃ টি কে বেরা সহ তার সহযোগিদল চক্ষু পরীক্ষা শিবির পরিচালনা করেন । এলাকার প্রতিযোগিরা প্রতিযোগিতায় উপস্হিত থেকে কানায় কানায় পরিপূর্ণ করে উৎসব প্রাঙ্গন। আলোচনা সভায় পর্যায়ক্রমে উপস্হিত হন হাওড়া জিলা পরিষদের উপাধক্ষ মদন মোহন মণ্ডল , জাতীয় শিক্ষক সুচন্দন পোড়েল, কবি বুদ্ধদেব মান্না, পণ্ডিত বিভাষ চক্রবর্তী ,পীর রফিকুল ইসলাম খান ,প্রবীর বেরা ,মহম্মদ রফিক খান, পূর্ণচন্দ্র সামন্ত সহ আরো অনেকে ।অনুষ্ঠান পরিচালনা করেন ' পার ' সংস্থার সতীশ ভৌমিক ,মহানন্দ হাজরা । নৃত্য পরিচালনা করেন বুবাই অধিকারী ,প্রিয়াসা পাঁজা ও সেখ লালচাঁদ ।