অ্যাম্বুলেন্স পরিষেবার শুভ উদ্বোধন করে ত্বহা সিদ্দিকী বলেন, ' আল হাবিব প্রাইভেট লিমিটেড এর কর্ণধার সেখ রাহির আলি সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করে অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা করে সমাজসেবা ও মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ' । তিনি আরও বলেন, ' আগামী দিনে এই পরিষেবা যাতে প্রতিটি জেলাতেই পৌঁছে যায় তার জন্য এই সংস্থা যেন উদ্যোগ গ্ৰহণ করেন। ' আল হাবিব প্রাইভেট লিমিটেড ' এর কর্ণধার সেখ রাহির আলি বলেন, ' কুলগাছিয়া হাইরোড সংলগ্ন এলাকা। কুলগাছিয়া,বীরশিবপুর, রামচন্দ্রপুর সহ হাইরোড সংলগ্ন এলাকায় প্রায়ই প্রতিদিনই দূর্ঘটনা ঘটে। এই অ্যাম্বুলেন্স পরিষেবা দূর্ঘটনাগ্ৰস্ত মানুষদের পাশাপাশি অন্যান্য রোগীদের অনেক সাহায্যে আসবে ' ।সেখ রাহির আলি আরো বলেন, ' এই অ্যাম্বুলেন্স পরিষেবা বর্তমানে হাওড়া জেলায় শুরু হচ্ছে।