Reported By : News Desk
১৭ ই আগস্ট, বৃহস্পতিবার, ডিজিটাল কলকাতা: শুরুটা হয়েছিল ২০১৪ সালে।২০১৪ সালে পার্শবর্তী অঞ্চলের মাত্র পাঁচ জন আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীদের এককালীন ১০,০০০ টাকা করে মোট ৫০,০০০ টাকার স্কলারশিপ প্রদান করা থেকে শুরু হয় এই উদ্যোগ এই বার নবম বছরে পড়লো। এই বার দুর্গাপুজোর খরচ বাঁচিয়ে রাজ্যের ৭ জেলার মোট ৪১ জন অভাবী মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন ১০,০০০ টাকা করে মোট ৪,১০,০০০ অর্থমূল্যের স্কলারশিপ প্রদান করতে চলেছে উত্তর কলকাতা সুকিয়া স্ট্রিট এর ১১৪ বছরের দুর্গা পুজো কমিটি বৃন্দাবন মাতৃ মন্দির।