পুজোর পর ফের চালু হলো দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট
পুজোর আগে রাজ্য জুড়ে শুরু হয়েছিল দুয়ারে রেশন প্রকল্পের পাইলট প্রজেক্ট। তবে পুজোর জন্য বেশ কয়েকদিন এই প্রকল্প বন্ধ ছিল। এবার পুজো শেষ হতেই পুনরায় এই পাইলট প্রজেক্ট শুরু করা হলো।
বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অন্তর্গত কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের মালিহা সহ বেশ কয়েকটি গ্রামে স্থানীয় এক রেশন ডিলারের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেওয়া হল। পুজোর পর পুনরায় এই প্রকল্পের মাধ্যমে বাড়িতে বসে রেশন সামগ্রী পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।