“ত্রিধা চৌধুরী” খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন !

“ত্রিধা চৌধুরী” খোলামেলা পোশাকে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়ালেন !

Reported By:- Subham Roy

সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ফিল্ম ‘মিশর রহস্য’-এর মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ত্রিধা চৌধুরী (Tridha Chowdhury)। বর্তমানে তাঁকে টলিউডের পরিবর্তে হিন্দি বলয়েই বেশি কাজ করতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতেও ত্রিধা যথেষ্ট অ্যাকটিভ। নিত্যনতুন ফটোশুট শেয়ার করেন তিনি। শেয়ার করেন ইন্সটাগ্রাম রিলও। ত্রিধা যথেষ্ট বোল্ড। সব ধরনের পোশাকেই তিনি সমান স্বচ্ছন্দ। সম্প্রতি ত্রিধা শেয়ার করেছেন তাঁর বিকিনি লুকের ঝলক। সোমবার ইন্সটাগ্রামে ছবিটি শেয়ার করেছেন ত্রিধা। ত্রিধার শেয়ার করা ছবিতে তাঁর পরনে রয়েছে বেবি পিঙ্ক রঙের মনোকিনি। মনোকিনি জুড়ে রয়েছে হলুদ-কালো প্রিন্টেড প‍্যাটার্ন। মনোকিনির নেকলাইনে রয়েছে ক্রিসক্রস ডিজাইন। হল্টারনেক মনোকিনির ডিপ নেকলাইনের কারণে উন্মুক্ত রয়েছে ত্রিধার ক্লিভেজ সহ স্তনের অনেকখানি অংশ। মনোকিনির নিম্নাংশ ত্রিধা আবৃত করেছেন সাটিনের সারং দ্বারা। সারংটিও বেবি পিঙ্ক রঙের। সারং জুড়েও রয়েছে হলুদ, কালো, সবুজ প্রিন্টেড প‍্যাটার্ন। ছবিটি তোলা একটি রিসর্টে। রিসর্টের সুইমিং পুলের নীল জলের ধারে বসে রয়েছেন ত্রিধা। হালকা মেকআপ করেছেন তিনি। ন্যুড শেডের আইশ‍্যাডোর ব্যবহার রয়েছে ত্রিধার দুই চোখে। ঠোঁট রাঙিয়েছেন ন্যুড পিঙ্ক শেডের লিপস্টিকে। কানে রয়েছে জাঙ্ক ইয়ারিং। খোলা চুলে রয়েছে হালকা কার্ল। চুল ত্রিধার কাঁধের একপাশে ফেলে রাখা।

Leave a Reply

error: Content is protected !!