“স্বস্তিকা মুখোপাধ্যায়” সাজলেন তাঁর মায়ের শাড়িতে !

“স্বস্তিকা মুখোপাধ্যায়” সাজলেন তাঁর মায়ের শাড়িতে !

Reported By:- Subham Roy

স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ইন্ডাস্ট্রিতে স্পষ্টকথনের জন্য বিখ্যাত। গত বছর থেকে নিজের বাড়িতে ঘটে দুর্গাপুজো করেন তিনি। একসময় এই পুজো তাঁর মা করতেন। মা প্রয়াত হওয়ার পর পুজোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বস্তিকা। স্বস্তিকা নিজের মতো করে বাঁচতে ভালোবাসেন। ইদানিং প্রায়ই তাঁকে শাড়ি পরে ফটোশুট করতে দেখা যায়। তবে সেই ফটোশুটগুলি গড়পড়তা নয়। সম্প্রতি স্বস্তিকা আবারও ইন্সটাগ্রামে শেয়ার করলেন তাঁর শাড়ি পরিহিতা একগুচ্ছ ছবি। ছবিগুলিতে স্বস্তিকার পরনে যে শাড়িটি রয়েছে তা স্বস্তিকার মায়ের শাড়ি। এই শাড়িটি রিক্রিয়েট করেছেন তিনি। সাধারণতঃ এই ধরনের শাড়ির দৈর্ঘ্য ও প্রস্থ বিশেষ ভাবে তৈরি হয় যাতে তা ধুতি ও শাড়ি দুই ভাবেই পরা যায়। শাড়িটি শরতের মেঘের মতো সাদা। শাড়ির সরু পাড়ে রয়েছে কল্কা ও ফুলের ডিজাইন। এই শাড়ির সাথে স্বস্তিকা টিম আপ করেছেন হলুদ রঙের জ্যাকেট ব্লাউজ। ব্লাউজটির নেকলাইনে রয়েছে লাল রঙের পাইপিং। নেকলাইনে সামান্য ডিপ হলেও স্বস্তিকার ক্লিভেজ অনেকটাই আবৃত সাদা শাড়ির আঁচলে। ব্লাউজের গায়ে রয়েছে ছোট্ট লাল সুতোর কারুকার্য। ফুলস্লিভ ব্লাউজের স্লিভের নিচের অংশে রয়েছে লাল-নীল-সবুজ সুতোর গুজরাটি প‍্যাটার্নের এমব্রয়ডারি। তাতে রয়েছে মিরর ওয়ার্কের ছোঁয়া।

Leave a Reply

error: Content is protected !!