গোপন সূত্রের খবরে রাতের অন্ধকারে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ কয়লা আটক করলো মুর্শিদাবাদে সুতি থানার পুলিশ। যদিও এই ঘটনায় অবৈধ কয়লা কারবারি বা পাচারকারীদের কোনো হদিস পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে- মঙ্গলবার গভীর রাতে সুতি থানার উমরাপুর গ্রাম পঞ্চায়েতের চন্ডিতলায় অভিযান চালায় কাঁদুয়া বীট অফিসের ওসি দীপক কুমার দাস ও সুতি থানার পুলিশ। সেখানে কয়লা পাচারকারীদের একটি ডেরার সন্ধান পেয়ে সেখানে তল্লাশি শুরু করে পুলিশ। উদ্ধার হয় খড় ও পাটকাঠিতে ঢাকা অবস্থায় প্রচুর পরিমাণ কয়লা। পরে ট্রাক্টর বোঝাই করে উদ্ধার হওয়া কয়লা নিয়ে যাওয়া হয় পুলিশের তত্ত্বাবধানে। যদিও এই ঘটনায় কয়লা পাচারকারীদের কোনো হদিস পাওয়া যায়নি, সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।