“পূজা” সমুদ্রসৈকতে হটনেসের সীমা ছাড়ালেন !

“পূজা” সমুদ্রসৈকতে হটনেসের সীমা ছাড়ালেন !

Reported By:- Subham Roy

টলিউডে নতুন করে চর্চায় উঠে আসছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। দীর্ঘদিন হয়ে গেল, কোনো বাংলা ছবিতে দেখা যায়নি তাঁকে। মুম্বই পাড়ি দেওয়ার পর থেকে হিন্দি সিরিয়াল নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিলেন পূজা। তবে এখন নতুন করে কলকাতা তথা টলিউডের সঙ্গে যোগাযোগ বাড়তে শুরু করেছে তাঁর। আর সেই সঙ্গে নেটিজেনদের মাঝেও খ্যাতি ফের বাড়তে শুরু করেছে পূজা বন্দ্যোপাধ্যায়ের। টলিউডের এক সময়কার বেশ জনপ্রিয় নাম ছিলেন পূজা। যেকটি ছবি করেছেন ইন্ডাস্ট্রিতে, সবকটিই সাফল্য পেয়েছে বক্স অফিসে। কিন্তু টলিউড থেকে দূরে সরতেই পূজার জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল বাঙালি দর্শকদের মাঝে। তবে এখন আবার নিজের হারানো আসন ফিরে পেয়েছেন পূজা। এখন কার্যত লাফিয়ে বাড়ছে তাঁর খ্যাতি। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয় পূজার এক একটি ছবি।

Leave a Reply

error: Content is protected !!