অভিনব পদ্ধতিতে প্রতারণা করতে গিয়ে আটক এক ব্যক্তি

অভিনব পদ্ধতিতে প্রতারণা করতে গিয়ে আটক এক ব্যক্তি

Reported By:-Dibbendu Goswami

 

সিউড়িতে স্বস্তিকা নার্সিংহোমে সিকিউরিটি গার্ডের জন্য ভ্যাকেন্সি রয়েছে তেমনি গুজব রটিয়ে টাকা হাতানোর চেষ্টা এক ব্যক্তির। মঙ্গলবার সকালে কলকাতার এক বাসিন্দা সিউড়ি স্বস্তিক নার্সিংহোমের সামনে আসে এবং 30 থেকে 35 জন ছেলেকে স্বস্তিক হাসপাতালে কাজ পাইয়ে দেওয়ার জন্য ডেকে আনে। তাদের কাছ থেকে 1500 টাকা করে নেওয়ার কথা ছিল ওই ব্যক্তির। পরবর্তী ক্ষেত্রে জানা যায় সমস্ত তাই ভুয়ো, স্বস্তিক হাসপাতাল জানাই এই মুহূর্তে সিকিউরিটি গার্ডের কোন প্রয়োজন নেই এই ধরনের কোনো বিজ্ঞাপন দেয়নি তারা। এই কথা চাকরি করতে আশা যুবকরা শোনার পর শুরু হয় হই হট্টগোল। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিউড়ি থানার পুলিশ এবং আটক করে অভিযুক্ত ওই ব্যক্তিকে বাজেয়াপ্ত করা হয় তার কাছে থাকা বিভিন্ন ডকুমেন্টস।

Leave a Reply

error: Content is protected !!