কালী পুজোর মন্দির উদ্বোধন ঘিরে উত্তেজনা বহরমপুরে

কালী পুজোর মন্দির উদ্বোধন ঘিরে উত্তেজনা বহরমপুরে

Reported By :-Binoy Roy

 

ঘটনার জেরে ব্যাবসায়ীরা বন্ধ রেখেছে তাদের ব্যাবসা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বহরমপুর থানার ইন্দিরা সুপার মার্কেটে। ব্যাবসায়ী সূত্রে খবর রাতের অন্ধকারে মন্দিরের গায়ে রাজনৈতিক ব্যানার লাগানো হয়েছে ব্যাবসায়ী সমিতির অলক্ষ্যে। এই মন্দির ব্যবসায়ী সমিতির। এটা কোন রাজনৈতিক দলের নয়। পাশাপাশি ব্যানারে লেখা রয়েছে শাসক দলের নেতাদের নাম, এবং উদ্বোধক হিসাবে সেখানে নাম রয়েছে টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ু গোপাল মুখার্জীর। ব্যাবসায়ী সমিতির পুজোর বদলে লেখা রয়েছে “শ্রী শ্রী শ্যামা কমিটি”। এর ফলে ইন্দিরা সুপার মার্কেটে রয়েছে উত্তেজনা। ব্যাবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আমাদের কমিটির পুজো, আমরা কাকে দিয়ে এই পুজোর উদ্বোধন করাবো সেটা আমাদের ব্যাপার। এখানো কোন রাজনৈতিক দলের মাতব্বরি চলবে না। পাশাপাশি যতক্ষণ না মন্দিরের গা থেকে রাজনৈতিক ব্যানার খোলা হবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব এবং ব্যাবসা বন্ধ রাখবো।

Leave a Reply

error: Content is protected !!