Reported By : Masud Rana
১৮ ই ডিসেম্বর, সোমবার, ডোমকলে চলছে আন্তর্জাতিক ফুট বল খেলা। ডোমকলে বেঙ্গল কাপ ২০২৩ এর আজ চতুর্থ দিন। ডোমকল আজাদ ক্লাবের পরিচালনায় এই চতুর্থ দিনে অংশ গ্রহণ করেছিলেন পার্শ্ববর্তি দেশ বাংলাদেশ, ঝাড়খণ্ড ও রাচি। বিরতির আগে পর্যন্ত সমানে সমানে লড়াই চালিয়ে যাচ্ছিল দুই টিম, কিন্তু বিরতির পরে পর পর দুই গোল দিয়ে ঝাড়খণ্ড রাচিকে পরাজিত করেছেন বাংলাদেশ, এই খেলার মাঠে উপস্থিত ছিলেন ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম।