সোমেশ্বর সন্তোষনগর মৈত্রী সংঘ ময়দানের ৫০ ফুট দূরত্বে একদিক দিয়ে বয়ে গেছে দুঃখের নদ ' দামোদর ' অপর দিক দিয়ে বয়ে গেছে ' রণ ' নদী। যা বর্তমানে ' মান্দারিয়া ' খাল নামে পরিচিত। এই মাঠে দুই দিন ব্যাপী দিবানিশি ক্রিকেট প্রতিযোগিতায় শীত ও প্রচন্ড কুয়াশা কে উপেক্ষা করে ক্রিকেটাররা যেমন তাদের পারদর্শীতা দেখালো অপর দিকে হাজার হাজার দর্শক ও প্রচন্ড শীত ও কুয়াশা কে উপেক্ষা করে খেলা দেখায় মেতে উঠে।
চূড়ান্ত পর্বের খেলায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল, ক্রিকেটের ব্যান্ড অ্যাম্বাসাডার পিন্টু জয়সোয়াল, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিমল দাস, আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জয়শ্রী বাগ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
চূড়ান্ত পর্বের খেলার শুরুতেই ছোট ছোট শিশুদের নৃত্য ও আতসবাজির বাহার দর্শকদের দ্বারা প্রশংসিত হয়।
চূড়ান্ত পর্বের খেলাটি অনুষ্ঠিত হয় ' অলো একাদশ ' ও ' পি পি মেমোরিয়াল ' দলের মধ্যে। চূড়ান্ত পর্বের খেলায় ' পি পি মেমোরিয়াল ' বিজয়ী হন।বিজীত হন ' অলো একাদশ ' ।বিজয়ী দলকে ট্রফি ও ক্যাশ চল্লিশ হাজার টাকা,বিজীত দলকে ট্রফি ও ত্রিশ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া চূড়ান্ত পর্বের খেলার দুটি অংশগ্ৰহণকারী দলের খেলোয়াড়দের ব্যক্তিগত পুরষ্কার ও খেলায় উল্লেখযোগ্য পারদর্শীতার জন্য পারদর্শী খেলোয়াড়দের দেওয়া হয় বিশেষ পুরস্কার।