Skip to content
ইমাম মুয়াজ্জিন দের বিশেষ আলোচনা সভার আয়োজন

ইমাম মুয়াজ্জিন দের বিশেষ আলোচনা সভার আয়োজন

Reported By:- মুহাম্মদ জাকারিয়াঃ করণদিঘীঃ

অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এর করণদিঘী ব্লক কমিটির গঠন করা হয় রবিবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের দোমোহনার বিকৌর এর অবস্থিত নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজে। এদিন করণদিঘী ব্লক সভাপতি করা হয় কাজী মফিজুদ্দিন কে, এবং মোহাম্মদ কাজিম উদ্দিন কে সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়। এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন এর জেলা সভাপতি মাওলানা আসিরুদ্দিন আহমেদ জানান, ব্লক কমিটি গঠনের মধ্য দিয়ে ইমামদের একত্রিত করা হলো। আমরা একই ছায়ার তলায় থেকে সমাজের উন্নয়নের কাজ করবো। সংগঠনের উত্তরবঙ্গের আহ্বায়ক মোহাম্মদ বাসির উদ্দিন বলেন, ইমামরা একত্রিত হয়ে শিক্ষার প্রসারে কাজ করবেন। প্রত্যেক গ্রামের দুঃস্থ ছাত্রছাত্রীদের শিক্ষার সুযোগ করে দেওয়া হবে পাশাপাশি সামাজিক উন্নয়নের পরিকল্পনা গৃহীত হবে। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি মাওলানা আসিরুদ্দিন আহমেদ, জেলা সেক্রেটারি মাহিরুদ্দিন আহমেদ, সংগঠনের উত্তরবঙ্গের আহ্বায়ক মোহাম্মদ বাসির উদ্দিন, সহ আরও অনেকেই।

Leave a Reply

error: Content is protected !!