এলাকার জনসাধারণের জন্য যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বহরমপুরের বুকে সম্প্রতি একাধিক রাস্তার শিলান্যাস করলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আরও একটি রাস্তার শুভ শিলান্যাস করেন তিনি। সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৩ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। এই ঢালাই রাস্তাটি তৈরি হলে নানাভাবে উপকৃত হবে ওই এলাকার জনসাধারণ বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।