Skip to content
মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতির হাতে জখম জলঙ্গির এক পুলিশকর্মী

মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতির হাতে জখম জলঙ্গির এক পুলিশকর্মী

Reported By:- Masud Ranahttps://youtu.be/AVBiYBYyv9I

মুর্শিদাবাদের ডোমকলে দুষ্কৃতির হাতে জখম জলঙ্গির এক পুলিশকর্মী। আগ্নেয়াস্ত্র, গুলি, ছুরি সহ গ্রেফতার ওই ব্যক্তি। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের কুঠির মোড় এলাকায়, তোজাম্মেল শেখ নামে ওই ব্যক্তিকে সন্দেহভাজন আটক করতে গেলে, এক পুলিশ কর্মীকে ছুরির আঘাত করে পালানোর চেষ্টা করে ওই দুষ্কৃতী। যদিও তাকে গ্রেফতার করে ফেলে জলঙ্গির থানার পুলিশ। ধৃতের নাম তোজাম্মেল শেখ, বাড়ি ডোমকলের কুচিয়ামোড়া এলাকায়। ছুরির আঘাতে জখম ওই পুলিশকর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ধৃত ঐ ব্যক্তিকে সোমবার মুর্শিদাবাদের বহরমপুর জেলা আদালতে পাঠানো হয় এবং সাত দিনের পুলিশে হেফাজতের আবেদন জানিয়েছে তদন্তের স্বার্থে।

Leave a Reply

error: Content is protected !!