'পেন ক্লাব' এর কর্ণধার সায়ক আঢ্য জানিয়েছেন, "কালির কলমের ব্যবহার ফিরিয়ে আনতেই আমাদের এই উদ্যোগ।"
'কিশলয় ইভেন্টস্ অ্যান্ড অ্যাডভারটাইজমেন্ট' এর কর্ণধার প্রসেনজিৎ গুছাইত বলেন, "পেন মহোৎসব গত দু' বছরে মানুষের মধ্যে ঝর্ণা কলমের প্রতি আগ্ৰহ বাড়াতে অনেকটাই সক্ষম হয়েছে।"
অনুষ্ঠানে 'দোয়াত' নামাঙ্কিত কলমের কালির উদ্বোধন হয়।
পেন মহোৎসব চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।