জীবনের ক্যানভাসে আবেগের রং – G Tv { Go Fast Go Together)
জীবনের ক্যানভাসে আবেগের রং

জীবনের ক্যানভাসে আবেগের রং

Reported By News Desk

কলকাতা ( ১১ এপ্রিল '২৪ ) : থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যার্থে ও ইন্ডিয়ান কফি হাউসের সৌন্দর্যায়নের লক্ষ্যে হয়ে গেল চিত্রকলা কর্মশালা। এই কর্মশালার আয়োজন করেছিল কফি হাউস সোস্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন ও প্রয়াস ট্রাস্ট। বিদ্যাসাগর উদ্যানে (কলেজ স্কোয়ার) আয়োজিত এই কর্মশালায় পনেরোজন প্রতিভাবান চিত্রশিল্পীর তুলির টানে ক্যানভাসের বুকে ফুটে ওঠে জীবনের রঙ। অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, " শিল্পীরা ছবি আঁকেন নিজেদের আনন্দে। কিন্তু এর সঙ্গে যখন কোন মহৎ উদ্দেশ্য জুড়ে থাকে তখন সেই ছবি অন্য মাত্রা পায়।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে, কফি হাউস সোস্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীন মল্লিক প্রমুখ। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত্য লাহা জানিয়েছেন, এ দিনের আঁকা পনেরোটি ছবির মধ্যে কিছু ছবি বহরমপুরের ইন্ডিয়ান কফি হাউসে রাখা হবে। বাকি ছবিগুলো বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে, তা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে।

Leave a Reply

Translate »
Call Now Button