ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি প্রান্তিক সেন বলেন, "এই সংস্থা একটা পরিবারের মতো। পরিবারের সদস্যরা যাতে ভালো থাকেন, সেই কারণেই স্বাস্থ্য শিবিরের আয়োজন।"
সম্পাদক ইমন কল্যাণ সেন বলেন, "এই প্রচন্ড দাবদাহের মধ্যেও ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের বহু সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন শিবিরে উপস্থিত হয়ে একসঙ্গে দিনটা উপভোগ করলেন।"
স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, প্রবীণ সাংবাদিক এবং লেখক শম্ভু সেন, পঙ্কজ চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।