নারীর সংগ্ৰামের কাহিনী এই চলচ্চিত্র। মেয়েকে শিক্ষিত ও প্রতিষ্ঠিত করতে চাওয়া প্রত্যন্ত গ্ৰামের এক মা, তাঁর মেয়ে এবং এক রাজনৈতিক নেত্রীর সংগ্ৰামের কাহিনী 'সুকন্যা'।
কাহিনী লিখেছেন শ্রাবন্তী মন্ডল। চিত্রনাট্য লিখেছেন পরিচালক উজ্জ্বল মিত্র নিজেই। সম্পাদনা অরুনাভ মিত্র। সঙ্গীত পরিচালনায় এস গোস্বামী।
অভিনয় করেছেন কনীনিকা ব্যানার্জী, খরাজ মুখার্জী, ডাঃ শান্তনু সেন, সঞ্জীব সরকার, পুষ্পিতা মুখার্জী, বরুণ চক্রবর্তী, নবাগতা পুনম দত্ত ও শ্রেয়াশা ঘোষ প্রমুখ।