ইটাহারের দুর্লভপুর অঞ্চলে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। ২৩ বছরের যুবক মহম্মদ আসলাম, নেশাগ্রস্থ থাকার কারণে পরিবারের বকাবকি সহ্য করতে না পেরে, নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে তাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। আসলামের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।