বাঁশঝাড়ের তলে বসবাস করে এক বৃদ্ধা, ওই বৃদ্ধার নাম রুপভান বেওয়া, প্রায় ৬৭ বছর বয়স।টেকসই ঘরহীন রুপভান বলেন, ‘আমার স্বামী,'না থাকায় অসহায় হয়ে গেছি গত ১৫ বছর। একটি ছেলে সেও আমার কাছে না থাকায়, আমাকে দেখার মতো কেউ নেই। আমার একটা ঘর দরকার।’ মুর্শিদাবাদের ডোমকলের খোসলপুর এলাকায় বাঁশবাগানের নিচে প্লাস্টিক আর বাঁশের তৈরি ছাউনিতে দীর্ঘ ১৫ টা বছর ধরে বসবাস রুপভানের।
ছাউনির এক পাশে গবাদি পশু ছাগল অন্য পাশে ছোট্ট একটি ভাঙ্গা কুড়ো ঘরের মেঝেতে দিবারাত্রি কাটে রূপভানের।
৬৭ বছর বয়সী এ নারীর দাবি, তিনি কয়েকবার ঘরের জন্য ঘুরাঘুরি করেও পাননি ঘর। একটি ঘরের জন্য খেয়ে না খেয়ে অন্যের কাছ থেকে সহযোগিতা নিয়ে একটু জমি কেনে তৈরি করেন এই কুঁড়ে ঘর। এই ঘরে থাকতে কাটাতে হয় না ভয়ে ভোট আছে ভোট যাই, কত প্রতিশ্রুতিও দিয়েছে নেতা নেতৃত্বরা, কিন্তু ভোটের পরে ওই বৃদ্ধার বেলায় লবডঙ্কা। ডোমকল তৃণমূল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম, তার বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ওই বৃদ্ধার ঘর। তার দাবি ছাদ নয়, বর্ষার বৃষ্টি থেকে বাঁচতে টিনের চালা করে দিলেই চলে যাবে।