রবিবার সকালে মুর্শিদাবাদের ডোমকলের মধুরকুল অঞ্চলের খোসালপুর এলাকার ৬৭ বছর বয়সী এক বৃদ্ধ মহিলার টেইসই ঘরহীন খবর সম্প্রচার হয়। সেখানে রীতিমতো ওই মহিলা দাবী করেন দীর্ঘ ১৫ বছর টেইসই ঘরহীন প্লাস্টিক আর বাঁশের ছাউনিতে নিচে তার দিন কাটছে। শুধু তাই নয় মাথা গোঁজার ঠাঁই না থাকায় জনপ্রতিনিধিরা কাছে দৌঁড় ঝাঁপ করেও কোনো লাভ হয়নি বলেও দাবী ওই মহিলার। শেষ মেষ বর্ষায় বৃষ্টি ও পোকা মাকড় এর কাছ থেকে বাঁচতে পাকা ঘর নয়; এক বান্ডিল কংগ্রেট টিন হলেই চলবে বলেন জানান রুপভান। এইরকম খবর সম্প্রচার হতে নড়েচড়ে বসলে এলাকার জনপ্রতিনিধিরা। ব্যবস্থা করলেন কংগ্রেট টিনের তাতেই খুশি মহিলা থেকে এলাকাবাসি।