আজ নন্দনে এক সাংবাদিক সম্মেলনে ডাঃ সুমিতা সাহা জানালেন' মাতৃরূপেণ ' ছবির কাহিনী , চিত্রনাট্য ও পরিচালনা তিনি করেছেন । এই ছবিতে চমৎকার অভিনয় করেছেন সঞ্জীব সরকার, চন্দ্রনীভ মুখোপাধ্যায় , সুস্মিতা রায় , শ্যামল চক্রবর্তী , ঝুলন ভট্টাচার্য এবং সুপর্ণা দে । এই ছবির সহযোগী পরিচালক হলেন শঙ্কু ভট্টাচার্য্য । চিত্রগ্রহণ- উজ্জ্বল ভট্টাচার্য্য । সম্পাদনা- অশোক দলুই । শব্দ গ্রহণ-সপ্তর্ষি মণ্ডল । আবহ সংগীত করেছেন অম্লান হালদার । সংগীত পরিচালনা-বিদ্রোহী ঘোষ । ছবিতে অভিনয় ও বেশ কিছু সংগীত পরিবেশন করেছেন মধুমিতা সাহা ।
সব মিলিয়ে সবার দেখার মতন ছবি
' মাতৃরূপেণ' ।