Skip to content
Elementor #31620

কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রক্তদান শিবির

Reported By:-  News Desk

ব্রিগেডের মাঠ মানেই রাজনৈতিক দলের স্লোগান আর ব্যারিকেডের ভিড়ে দলীয় কর্মীদের একরাশ প্রত্যাশা। কিন্তু সেই চেনা চিত্রের বাইরে ময়দান মাঠ দেখল রক্তদাতাদের উৎসাহ। ১৪ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে কফি হাউস স্যোশাল সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ব্রিগেড মাঠে আয়োজিত হল রক্তদান উৎসব। ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যাকে স্বাধীনতা পরবর্তী বাংলার রাজনৈতিক আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় সেই মাঠেই করোনা পরবর্তী সময় থেকে রক্তদান উৎসব আয়োজিত হচ্ছে। বিপর্যয়ের পৃথিবীতে করোনা মহামারির সময় এমন উপযুক্ত পরিবেশে ২০২০ থেকে রক্তদান করে আসছে এই সংগঠন বলে শুক্রবার জানালেন সম্পাদক অচিন্ত লাহা। এদিন প্রায় ১০০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

error: Content is protected !!