Skip to content
জমি বিবাদের জেরে খুন !

জমি বিবাদের জেরে খুন !

Reported By:- Masud Rana

এই মুহূর্তে সবথেকে বড় খবর, চোখ খুলতেই খুনের খবর জলঙ্গিতে, কুপিয়ে খুন জলঙ্গির প্রসন্ননগরের, অভিযোগের প্রতিবেশীর লোকমান সহ তার পরিবারের বিরুদ্ধে। জমি বিবাদের জেরে খুন হলেন আশরাফুল মন্ডল, গুরুতর জখম আশরাফুলের ছেলে, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার প্রশন্ননগর এলাকায়। জমির জবরদখলকে কেন্দ্র করেই খুন, জমির মালিককে খুন করার অভিযোগ উঠল ওপর এক প্রতিবেশীর বিরুদ্ধে। মৃতের নাম আশরাফুল শেখ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও অভিযুক্ত লোকমান সহ অন্যান্য বাড়ির সদস্যরা পলাতক। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ।

Leave a Reply

error: Content is protected !!