আগামী ২১ জুলাই তৃণমূল দলের কাছে একটি আবেগঘন দিন। সেই দিনে কলকাতায় মৃত যুব কর্মীদের স্মৃতিকে সামনে রেখে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় দলের পক্ষ থেকে। সারা বাংলার তৃণমূল দলের সকল শ্রেণির কর্মী ও সমর্থকরা দিনটি উদযাপন করতে কলকাতায় উপস্থিত হন। বৃহস্পতিবার দুপুরে বহরমপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় একটি অনুষ্ঠান বাড়িতে সভা করা হল। দলের পক্ষ থেকে পাপাই ঘোষ জানান, এদিন ২১ জুলাই কে সামনে রেখে প্রস্তুতি সভা করা হল। সভায় শহরের যুব সম্প্রদায় উপস্থিত ছিলেন। ২১ জুলাই দিনটিকে যথাযত মর্যাদার সঙ্গে পালন করতে বহরমপুর থেকে প্রায় হাজার দুয়েক কর্মী ও সমর্থক কলকাতা যাবেন বলে দাবি তার।