REPORTED BY:- Mritunjoy Roy
Hindi Bollywood film
২০২০ লকডাউন এর পরে যখন আশ্বস্ত খুলতে থাকে ঠিক সেই সময় সাত বন্ধু মিলে পাহাড়ি এক গ্রামে ঘুরতে যাওয়ার প্ল্যান করে।। ওখানে পৌঁছানোর পরে তারা বুঝতে পারে লকডাউন এর সময় ওখানকার বসবাসকারী মানুষরা কিভাবে কত সমস্যার মধ্যে দিন কাটায়।। সব শুনে বা দেখে তারা হতবাক হয়ে যায়।। এবং ওই সময়কার এক ঘটনা শুনে বিশমিত হয়ে পড়ে।। সেই রহস্যের সমাধান করতে পারবে নাকি জানতে হলে আপনাদের দেখতে হবে গ্যালাক্সি এন্টারটেইনমেন্টের আনলক ০৭।।
পুরো ছবিটার শুটিং হয়েছে শিলিগুড়ি লোলেগাঁও কালিম্পং জুরে।। এই ছবিটির প্রযোজক হলেন নাসিম আহমেদ খান, ছবিটির পরিচালক এবং গল্পটা লিখেছেন-“রিক” ছবিটিতে অভিনয় করেছেন রাজেশ শর্মা, রিক, কমল, সানা, চিত্রালী, সৃজা, রিতিশা, রাত্রি, রাজশ্রী, অরুণ এবং নেপালি অভিনেতা-অভিনেত্রীরা।। এই ছবির সংগীত পরিচালনা করেছেন রঙ্গন এবং অর্ণব বসাক, ক্যামেরা করেছেন আশীষ হালদার।।