Skip to content
মুর্শিদাবাদে আনিস হত্যার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস

মুর্শিদাবাদে আনিস হত্যার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস

REPORTED BY:- BINOY ROY

হাওড়ার আমতায় প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর পর ঘটনা নিয়ে উত্তরোত্তর রাজনৈতিক পারদ চড়ছে। আন্দোলনের দায়ে ধৃত ১৬ জন বাম ছাত্র যুব নেতা কর্মীর জামিনের দিনই মুর্শিদাবাদে আনিস হত্যার বিচার চেয়ে প্রতিবাদ মিছিল সংগঠিত করল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। মঙ্গলবার বিকেলে বহরমপুরের উপকন্ঠে হাতিনগর অঞ্চলের উস্থীয়া থেকে হিকামপুর হাই স্কুল মোড় অবধি বিরাট পদযাত্রারও আয়োজন করা হয়। তাতে সামনের সারিতে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর চৌধুরী। মিছিল শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবিলম্বে ঘটনার প্রকৃত তদন্ত করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার পাশাপাশি সত্যতা প্রকাশ্যে আনার দাবী জানান।

Leave a Reply

error: Content is protected !!