Reported By:-Binoy Roy
রবিবার বহরমপুরের রানীবাগান মোড় সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধে সামিল হয় ফরওয়ার্ড ব্লকের নেতা কর্মীরা। বহরমপুর থানার পুলিশ প্রশাসন তাদের অবরোধ কর্মসূচিতে বাধা দিলে খুব অল্প সময়ের জন্য রাস্তায় বসে সেখানেই তারা অবরোধ কর্মসূচি চালায়। পরে পুলিশ তাদের অবরোধ তুলে দেয়।